
পলাশ বড়ুয়া ॥
কক্সবাজারের উখিয়ায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০জন কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে ৫টি ইউনিয়নের তালিকাভূক্ত কৃষকদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব উন্নত জাতের লেবু, মাল্টা চারা পেয়ে কৃষকদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের উপ-পরিচালক ড. মো: এখলাছ উদ্দিন।
তিনি বলেন, কৃষকদের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কৃষি সংক্রান্ত যে কোন তথ্য জানতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি অনলাইনে কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, ই-বালাই নাশক নির্দেশিকার সহযোগিতা নেয়ার কথাও বলেন।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিত তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ শেষে প্রদর্শনীর কৃষকদের মাঝে লেবু ও মাল্টা চারা বিতরণ করা হয়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত