প্রকাশিত: ০৮/০৮/২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গা ও স্থানীয়দের খাদ্য-পুষ্টি সহায়তায় নতুনভাবে ৪০ কোটি ৯৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
A mother from host community received super cereal for her child funded by WFP at Union family and health welfare center, Baharchara, Teknaf, Bangladesh on 11 December, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি সহায়তার জন্য
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পক্ষ থেকে নতুনভাবে ৪০ কোটি ৯৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

এর আগে ২০২০ সালে দেওয়া প্রায় ৯৩ কোটি ৬০ লক্ষ টাকা অনুদানের পাশাপাশি এই অনুদান মিলিয়ে কক্সবাজারে ডব্লিউএফপি’র খাদ্য ও পুষ্টি কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের সর্বমোট অনুদান প্রায় ১৩৪ কোটি ৫৫ লক্ষ টাকা, যার মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক কার্যক্রমে ডব্লিউএফপি’র অন্যতম এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

কক্সবাজারে অবস্থানরত সকল রোহিঙ্গা শরণার্থী ই-ভাউচারের মাধ্যমে খাদ্য সহায়তা পেয়ে থাকে, যার মাধ্যমে তারা ডব্লিউএফপি’র খুচরা বিক্রয়কেন্দ্রগুলো থেকে তাদের পছন্দমতো খাবার কিনতে পারে।

এই বিক্রয়কেন্দ্রগুলোতে প্রধান খাবারগুলো, যেমন: চাল, রান্নার তেল, ডিম, ডালসহ ফ্রেশ ফুড কর্ণারে নির্ধারিত মৌসুমী ফল ও শাকসবজি সরবরাহ করা হয়, যা কক্সবাজারের ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হয়।

স্থানীয়ভাবে এসব খাবার ক্রয় করার ফলে স্থানীয় অর্থনীতিতে প্রতিমাসে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা যুক্ত হয়। পাশাপাশি, স্থানীয় ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে এই পণ্য ক্রয়ের ফলে তা তাদের জীবিকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। অন্যথায়, কোভিড-১৯ লকডাউনের কারণে তাদের উৎপাদিত পণ্যগুলো বাজারে বিক্রি করতে বেশ কষ্ট করতে হতো।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তার মাধ্যমে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে ডব্লিউএফপি’র পক্ষ থেকে সম্পূরক পুষ্টি-সহায়তাও দেওয়া হয়। তীব্র অপুষ্টি ও শিশুমৃত্যু ঠেকাতে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী ও সন্তানের যত্ন নেওয়া নারীদের লক্ষ্য করে ডব্লিউএফপি’র পুষ্টি বিষয়ক কার্যক্রম সাজানো হয়েছে। ব্ল্যাংকেট সাপ্লিমেন্টারি ফিডিং কর্মসূচির আওতায় রোহিঙ্গা ক্যাম্পে এইধরনের মা ও শিশুকে বিশেষায়িত পুষ্টিকর খাবার দেওয়া হয়।

রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীতে অপুষ্টির শিকার নারী ও শিশুদেরকে ডব্লিউএফপি’র পক্ষ থেকে টার্গেটকৃত সাপ্লিমেন্টারি সহায়তা দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথভাবে সাজানো একটি নতুন পাইলট প্রজেক্টের আওতায় ডব্লিউএফপি’র পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পের যেসব শরণার্থী পরিবারে ৩ থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে, তাদেরকে টপ আপ-এর মাধ্যমে প্রতিজন শিশুর জন্য আনুমানিক ২৫৫ টাকা করে দেওয়া হয়, যেন তারা ই-ভাউচার বিক্রয়কেন্দ্রগুলো থেকে নানান রকমের তাজা শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে পারে।

কক্সবাজারে ডব্লিউএফপির ইমার্জে’ন্সি কোঅর্ডিনেটর শিলা গ্রুডেম বলেন, “করোনাভাইরাসের কারণে লকডাউন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী যখন অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে, ঠিক সেই সময়টায় তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে ডব্লিউএফপি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “কক্সবাজারে ইউরোপীয় ইউনিয়নের ক্রমাগত খাদ্য ও পুষ্টি সহায়তার ফলে শরণার্থীদের মর্যাদা সুরক্ষিত হচ্ছে ও এই অঞ্চলের স্থানীয় কৃষকদের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে।”

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...