সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
ইমরান আল মাহমুদ,উখিয়া:
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার(৩০জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পালংখালী ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,সম্প্রতি সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ পালংখালী ইউনিয়নের থাইংখালীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা চাল,তেল,ডাল,শুকনা খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পর্যায়ক্রমে আরও সহযোগিতা প্রদান করা হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত