রামু ৪দিন ব্যাপী গ্রন্থ মেলা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি:: ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০০০ ঘটিকায় রামু ক্যান্টনমেন্ট ...
ইমরান আল মাহমুদ:
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিত পাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষণিক নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার(১২ জুলাই) দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে মুহুর্তে ৩টি বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে ঢেউটিন ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
পাঠকের মতামত