ইমরান আল মাহমুদ,উখিয়া:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে শাটডাউন বাস্তবায়নে মাঠে নামছে সেনাবাহিনী। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়।
দ্রুতগতিতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় রয়েছে খেটে খাওয়া মানুষ। যাদের মধ্যে দিনমজুর হোটেল শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের মাঝে অসন্তুষ্টি দেখা দিয়েছে।
সোমবার(২৮জুন) উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে দিনমজুর হোটেল শ্রমিক রিকশাচালকদের সাথে কথা বলে জানা যায়, করোনাকালে জীবনযাপন নিয়ে দুশ্চিন্তার কথা জানান তারা।
মরিচ্যা আল্লাহর দান হোটেলের বাবুর্চি মো.কাশেম জানান,লকডাউন নিয়ে হোটেল বন্ধে দুশ্চিন্তায় রয়েছি।
রিক্সাচালক শাহজালাল জানান,কিস্তি সহ বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত। সরকারের কাছে আকুল আবেদন গরীব দুস্থদের সহযোগিতা করার।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত সব নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ২০০ এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্যের অভাবে থাকা মানুষগুলোকে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।।
পাঠকের মতামত