টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
সিএসবি২৪ ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে।
আওয়ামীলীগের নেতৃত্বেই বিগত ১২ বছর যাবত বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের মডেল।
বুধবার(২৩জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা’ শীর্ষক দেশাত্মবোধক সঙ্গীতের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও আওয়ামীলীগ ওতপ্রোতভাবে জড়িত প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশ আওয়ামী লীগ এ দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জন বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধন করা সিডিতে হাওয়াইয়ান গিটারের সুরে ৫০ জন শিল্পীর গাওয়া গান সংকলিত রয়েছে।
এএম/সিএসবি২৪
পাঠকের মতামত