টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
সিএসবি২৪ ডেস্ক:
বরিশালে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিদ্যুৎ বিশ্বাস (৩৫)। সে বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার নিতাই বিশ্বাসের ছেলে। তবে অপরজনের মুখমন্ডল থেতলে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল ইসলাম জানান, রুপাতলী থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিল এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকটি। ট্রাকের পেছনে ছিল মোটরসাইকেলটি।
আমতলার মোড় এলাকায় সড়কের বাম পাশ থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
স্থানীয়রা ট্রাক চালক রবিউল শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।
পাঠকের মতামত