প্রকাশিত: ২৩/০৬/২০২১ ৮:১৪ অপরাহ্ণ

সিএসবি২৪ ডেস্ক:
বরিশালে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিদ্যুৎ বিশ্বাস (৩৫)। সে বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার নিতাই বিশ্বাসের ছেলে। তবে অপরজনের মুখমন্ডল থেতলে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল ইসলাম জানান, রুপাতলী থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিল এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকটি। ট্রাকের পেছনে ছিল মোটরসাইকেলটি।

আমতলার মোড় এলাকায় সড়কের বাম পাশ থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

স্থানীয়রা ট্রাক চালক রবিউল শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...
গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে শিক্ষার্থীরা

উখিয়া কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিতগ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন ...