প্রকাশিত: ২৩/০৪/২০২১ ২:০১ অপরাহ্ণ , আপডেট: ২৩/০৪/২০২১ ২:০৩ অপরাহ্ণ
উখিয়া করোনায় ক্ষতিগ্রস্থ ১শ পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা
পলাশ বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন।
২৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১১ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া মাঠে ১০০ দুঃস্থ পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজান ও আসন্ন ইদুল ফিতর উপলক্ষ্যে করোনাকালে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ  পরিবারসমূহের মাঝে  মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পর্যায়ক্রমে সকলের কাছে পৌছে দেয়া হবে। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন, জালিয়াপালং ইউপির চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সিপিপি’র উপজেলা লিডার এবিএম আবুল হোসেন রাজু প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...