প্রকাশিত: ১৬/০৩/২০২১ ৫:৩২ অপরাহ্ণ , আপডেট: ১৬/০৩/২০২১ ৫:৪২ অপরাহ্ণ
রাজাপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন নিগার

প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী কাউসার জাহান নিগার। এ জন্য তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন আওয়ামী পরিবারের এই নেত্রী।

এক বিজ্ঞপ্তিতে কাউসার জাহান নিগার বলেছেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বঙ্গবন্ধুর কন্যার সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব উন্নয়ন কর্মকান্ড করছে, তা সঠিক ও সুসম বণ্টন হচ্ছেনা। সাধারন মানুষকে বঞ্চিত করে একটি বিশেষ শ্রেনী সরকারের উন্নয়ন কর্মকান্ড নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করছে। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

কাউসার জাহান আরো বলেছেন, রাজাপালং এর বঞ্চিত মানুষ এবার নেতৃত্বের পরিবর্তন চাচ্ছেন। তাই রাজাপালং ইউনিয়নের সাধারন মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে ও সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের ঘরে ঘরে পৌছেদিতে তিনি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন।

তিনি এও বলেন, সরকার নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিলেও কক্সবাজারের ৭১ ইউনিয়নের কোথাও নারীর নেতৃত্ব নেই। নারী জাগরনে সরকারের উদ্যোগকে সামনে এগিয়ে নিতে জেলার প্রথম নারী হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনি নৌকার মনোনয়ন পাবেন বলে আশা করছেন। এই জন্য তিনি সকলের সহযোগীতা ও দোআ কামনা করেছেন।

কাউসার জাহান উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরীর স্ত্রী। তিনি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি উখিয়া উপজেলা নারীর জাগরণের প্রধান ভূমিকা পালন করে আসছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...