
নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. জুবায়ের (২২) ওই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
শনিবার গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবায়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে।
পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ঘে একজন নিহত হওয়ার কথা শুনেছি।
পাঠকের মতামত