সিএসবি রিপোর্ট:
ভালুকের আক্রমণে ক্রইল মুরং (৭৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। সে সমথংপাড়ার বাসিন্দা মৃত রেংহান ম্রোর ছেলে।
রবিবার সকালে আহত ওই ম্রো বাসিন্দাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় লোকজন ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান আলীকদম উপজেলার সমথং পাড়া এলাকার বাসিন্দা ক্রইলং ম্রো রবিবার ভোরে কনসমপাড়া ঝিরিতে মাছ ধরতে যান।
সকাল ৬টার দিকে মাছ ধরার সময় বন্য ভাল্লুক তার ওপর আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
এসময় তার চিৎকারে এলাকার লোকজন বিষয়টি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানালে আলীকদম ২৩বীরের উদ্যোগে গুরুতর আহত ওই ম্রো বাসিন্দাকে উদ্ধার করে বলাইপাড়া ক্যাম্পে নিয়ে যায়।
পরবর্তীতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পাঠকের মতামত