প্রকাশিত: ১৩/০৩/২০২১ ৯:০২ অপরাহ্ণ
শেখ হাসিনার হাত শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে-মেয়র মুজিব

এম. এ আজিজ রাসেল:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার হাত শক্তিশালী হলে দেশ আরো বেশি শক্তিশালী হবে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি নেই স্বাধীনতার নেতৃত্বদানকারী এই দলকে পরাজিত করতে পারে।

শনিবার (১৩ মার্চ) বিকালে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার পৌর শাখার আওতাধীন ৪নং ওয়ার্ডের (টেকপাড়া-পেশকারপাড়া) ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান এ কথা বলেন।

উদ্বোধক ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, কোষাধ্যক্ষ আবদুল খালেক, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফুল মাওলা, ডা. পরিমল কান্তি দাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, পৌর কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম চৌধুরী, আতিক উল্লাহ কোম্পানি, জাফর আলম, জহির কাদের ভুট্টু, রাশেদুল ইসলাম ডালিম, বেলাল উদ্দিন, শুভ দত্ত বড়ুয়া ও ওয়াহিদ মুরাদ সুমন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মহিদুল্লাহ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজল করিম, আবু আহম্মদ, আরমানুল আজিম, জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, মো. এহসান ও ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার লিলি, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ উল করিম।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ৪নং ওয়ার্ডের (টেকপাড়া-পেশকারপাড়া) বহুল প্রতিক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসেন। পছন্দের নেতাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় সম্মেলন প্রাঙণ। ঢাক-ঢোল নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...