ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
সিএসবি২৪ রিপোর্ট:
উখিয়া উপজেলার হলদিয়াপালং হাতির ঘোনা নিবাসী পূর্ণিমা বড়ুয়া (৫০) আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে পরলোকগমণ করেছেন। (অনিচ্চাবত সংখারা….. তেসং বুপো সামো সুখো)।
সে রুমঁখাপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর নির্বাহী সদস্য জুমু বড়ুয়া’র স্ত্রী।
১৩ মার্চ (শনিবার) দুপুর ২ টায় কোটবাজারস্থ বৌদ্ধ মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে জানিয়েছেন পরিবারবর্গ।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, রুমঁখাপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়সেন বড়ুয়া, সম্পাদক পলাশ বড়ুয়া, সহ-সভাপতি মিদুল বড়ুয়া, নির্বাহী সদস্য রনু বড়ুয়া, রিমন বড়ুয়া মিশুসহ সকল সদস্যবৃন্দ।
পাঠকের মতামত