নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজার কলাতলী হতে অপহৃত ভিকটিম শিশুকে টেকনাফে ২৭নং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
সুত্র জানায়, ১০মার্চ দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা সি/২-ব্লকের মোশনের মেয়ে নুর নাহারের বসত-ঘরে অভিযান চালিয়ে কলাতলী মডেল হ্যাচারীর সামনে নাছিরের ভাড়াবাসা হতে মোহাম্মদ হোছনের মেয়ে শাহিনা আক্তার আখি (৭) কে উদ্ধার করে। পরে উপস্থিত ক্যাম্প ও ব্লক মাঝিদের সামনে ভিকটিমকে মায়ের নিকট হস্তান্তর করে কক্সবাজার সদর থানায় আইনী পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।
কক্সবাজার ১৬এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক অপহৃত ভিকটিম উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ একদল দূবৃর্ত্ত কৌশলে কলাতলী এলাকা হতে অপহরণ করে ২৭নং জাদিমোরা ক্যাম্পে নিয়ে আসে। অপহৃতের পরিবার উদ্ধারে সহায়তা কামনা করলে উক্ত ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। আর এই শিশুকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উদ্বিগ্ন পরিবারে স্বস্তি নেমে এসেছে।
পাঠকের মতামত