
পলাশ বড়ুয়া ॥
উখিয়া কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের আজকের দিনে রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
রবিবার সকাল ১১টায় সারাদেশের ন্যায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ, রাস্ট্র বিজ্ঞান বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তহিদুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক ছৈয়দ আকবর, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু।
এ সময় ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম, রসায়ন বিজ্ঞানের অধ্যাপক উত্তম কুমার ভৌমিক, অর্থনীতির প্রভাষক নুরুল মাসুদ ভুইয়া, হিসাব বিজ্ঞানের প্রভাষক নজির আহমদ, নাসরিন জাহান মিলিসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব।
এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ভিডিও : https://fb.watch/44l87mZ3DX/
পাঠকের মতামত