নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোডে চট্টগ্রামের দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলে ১ জনসহ ৩ জন মারা গেছেন। শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কলাতলী আদর্শ গ্রামের মোমেনা বেগম ( ৭০), রোটারি ক্লাব অব ঢাকা আরবানার বর্তমান সভাপতি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা আরবানার সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। অপরজন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য চকরিয়ার বদরখালী নিবাসী এড ওসমান গণি।
তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আজ রবিবার ভোরে মারা গেছেন। এতে একটি সিএনজি ধুমড়ে মুছড়ে গেছে।
ট্রাকের নীচে চাপা পড়া অবস্থা থেকে আরো দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধার কাজে সহায়তা করছে পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহেল জানিয়েছেন, ট্রাকটি ব্রেকফেইল করে একটি সিএনজিকে ধাক্কা দেয়। তাতে ট্রাক চাপায় একজন মারা গেছে। আরো ৪ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার কর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ম অমান্য করে ১১ টার আগে মালবাহী ট্রাক শহরে ঢুকতে দেয়ায় এই দুর্ঘটনা।
খবর পেয়ে এমপি আশেক উল্লাহ রফিক, মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম ও সোহেল জানান সিমেন্ট বোঝাই ট্রাক ব্রেকফেইল করে সিএনিজ, কয়েকটি টমটম ও একটি চায়ের দোকানে চাপা দেয়। আহতদের মধ্যে ৪ জন মহেশখালীর। এডভোকেট ওসমানকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে । হাসপাতালে মেয়র মুজিবুর রহমান ও আশেক উল্লাহ রফিক এমপি দেখতে গেছেন।হাসপাতালে নেয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত