
সিএসবি রিপোর্ট:
দেশের বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবারো পুরস্কৃত হলেন গফুর মিয়া চৌধুরী। স্বচ্ছ ও জবাবদিহীতামূলক প্রযুক্তি নির্ভর চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার পর্যায়ের ট্রেনিং শেষে এ পুরস্কার প্রদান করা হয়।
তিনি বীমা পেশার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল সিএসবি২৪ ডটকম এর নির্বাহী সম্পাদনা করেন এবং ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
গত ৩ ও ৪ মার্চ ঢাকায় পশ্চিম রামপুরা হাতিরঝিলস্থ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে দুইব্যাপী প্রশিক্ষণ শেষে তার স্বীকৃতি হিসেবে দুইটি ক্যাটাগরিতে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। তিনি এর আগেও দেশ সেরা কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন।
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক (সিইও) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদ উল্লাহ (ডিএমডি) তার হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হেড অব প্রশিক্ষণ নুরুল কবির। অর্থ ও হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা মনজুর আহমেদ।
পাঠকের মতামত