
শহীদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ায় ক্যার্ভাড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের হারু মিয়া (৭০)।
৪ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে কক্সবাজার – টেকনাফ সড়কের আলী মুরা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার রাজাপালং ইউনিয়নের আলীমুরা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল হারু মিয়া। রাস্তা পার সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্যাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এসময় পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে গুরতর আহত অবস্হায় উখিয়া হাসপাতালে নিয়ে আসেন। পরে আশংকাজনক অবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরন করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়ে তিনি অবগত নন।
হাইওয়ে পুলিশের ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত