হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
নজরুল ইসলাম তোফা, ঢাকা:: বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাব আর অসচেতনতার কারণে প্রতিদিন হাজারো মানুষ খাদ্যবাহিত ...
শহীদুল ইসলাম:
পঞ্চম ধাপে দ্বিতীয় দিনে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছেন ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নৌবাহিনীর পাঁচটি জাহাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার অলক বিশ্বাস।
এর আগে মঙ্গলবার (২ মার্চ) স্বেচ্ছায় ভাসানচরে যেতে উখিয়া কলেজ মাঠে ট্রানজিট পয়েন্টে জড়ো হন রোহিঙ্গারা। পরে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।
কক্সবাজারের আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা। ৩ মার্চ পঞ্চম ধাপে প্রথম দিনে ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
পাঠকের মতামত