হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
নজরুল ইসলাম তোফা, ঢাকা:: বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাব আর অসচেতনতার কারণে প্রতিদিন হাজারো মানুষ খাদ্যবাহিত ...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (২৮) নামের মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৪ লক্ষ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রামু রাবার বাগান ভিতরে পাহাড়ের ডালে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় মেজর মেহেদী হাসান, রামু থানার ওসি (ভারপ্রাপ্ত) কে এম আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন। লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি কে এম আজমিরুজ্জামান।
পাঠকের মতামত