
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়েছে। ৩ মার্চ (বুধবার) সকালে উখিয়া রেঞ্জ নিজস্ব কার্যালয়ে বন্য প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়।
উখিয়ার ঘাট বিট কর্মকর্তা মোঃ মানিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
প্রধান অতিথি বলেন, বন আমাদের জাতীয় সম্পদ। বন থেকে আমরা জীবন রক্ষাকারি অক্সিজেন পায়। এই অক্সিজেন ফ্যাক্টরী আমাদের বনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বন্য প্রাণী সংরক্ষণে আমাদেও এগিয়ে আসতে হবে। বন্য প্রাণীদের কোনভাবে ক্ষতি করা যাবেনা। যদি বন্য প্রাণী লোকালয়ে এসে ক্ষতিগ্রস্থ করে তা বিবেচনা করে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। আপনারা সকলে বন্য প্রাণীর প্রতি সহনশীল হোন।
অনুষ্ঠানে বনের সাথে সম্পৃক্ত আছে এমন ৪০জন স্থানীয়দের মতামত নেওয়া হয়। উখিয়া রেঞ্জে দায়িত্বরত ভিলেজার হেডম্যানসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত