প্রকাশিত: ২৩/০১/২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
আটোয়ারীতে ৭০ জন ভুমি ও গৃহহীনকে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে ৭০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে শনিবার সকালে গণভবণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী ৬৬ হাজার ১ শত ৮৯ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া ঘর এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ভাবে উপকার ভোগী ৭০ জন পরিবারের হাতে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গনমাধ্যেমকর্মী সহ ৭০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যে সপ্ন দেখেছিলেন তিনি তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর। দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা পাবেন লাল সবুজের একটি ঘর। যাতে দুইটি রুম, একটি রান্না ঘর, টয়লেট, পানি, বিদ্যুৎ সহ সকল সুবিধা থাকবে। এ দেশের কেউ আর ভুমিহীন থাকবেন না।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আটোয়ারী উপজেলার ৭০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন। তাদের প্রত্যেকের বাড়ির পিছনে ১লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যা দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...
গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে শিক্ষার্থীরা

উখিয়া কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিতগ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন ...