প্রকাশিত: ১৯/০১/২০২১ ১১:০৩ অপরাহ্ণ , আপডেট: ১৯/০১/২০২১ ১১:০৭ অপরাহ্ণ
জমির বিরোধ নিয়ে জোড়া খুন, আটক হয়নি কেউ!

 

এইচ এন আলম:

কক্সবাজার সদরের ইসলামাবাদ জমির বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

১৯ জানুয়ারি রাত ৮টায় ইসলামাবাদ ইউনিয়নের চর পাড়ায় ন্যাক্কার এ ঘটনাটি ঘটে।

সূত্র জানা গেছে , দীর্ঘদিন ধরে আবুল কালাম গং ও আজিজুল হক গং এর মধ্যে বসত – ভিটে নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সর্বশেষ ১৭ জানুয়ারি বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয। এক পর্যায়ে মৃত জাফর আলমের পুত্র আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হক বাবুর্চীর স্ত্রী রাশেদা বেগম (৩৬) ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস(১৪) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মা-মেয়ের শৌর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মা-মেয়ের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি। তবে অভিযান চলছে বলে জানান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল হালিম। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।

খুনের ঘটনায় ঘটনার পর পর খুনিরা  পলাতক  বলে স্থানীয়রা জানায়। এদিকে জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...