প্রকাশিত: ১৭/০১/২০২১ ৩:২৯ অপরাহ্ণ , আপডেট: ১৭/০১/২০২১ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৫ বস্তা ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (১৭ জানুয়ারী) ভোরে নাফনদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে ভোররাতে ওমরখাল পয়েন্ট দিয়ে ইয়াবার একটি চালান আসবে এমন খবর টহল দিতে থাকে বিজিবি সদস্যরা। তার কিছুক্ষণ পর চার যুবককে একটি নৌকা করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে তারা বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে তাদের থামতে বলা হয়। তারা না থেমে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তারা গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাপিয়ে পড়ে। পরে ওই নৌকায় ৫ টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবীর বলেন, নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...