প্রকাশিত: ২২/০৯/২০২০ ২:৩২ পূর্বাহ্ণ
উখিয়ায় শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি : ইউএনও নিকারুজ্জামান

উখিয়া কলেজ জিবি’র সভায় সভাপতি বক্তব্যে বিদায়ী ইউএনও

সিএসবি২৪ রিপোর্ট ॥
উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, দায়িত্ব পালনকালে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উখিয়াবাসীর সামগ্রিক কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। তবে যত কাজ করেছি তৎমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমার সবচেয়ে বেশি আগ্রহের জায়গা। তাই শিক্ষার উন্নয়নে যে কাজটাই করেছি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করার চেষ্টা করেছি।

২১ সেপ্টেম্বর সাড়ে ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে জিবি’র এক সভায় বদলীজনিত কারণে সদ্য দায়িত্বপ্রাপ্ত উখিয়া কলেজ জিবি’র সভাপতি ও ইউএনও নিকারুজ্জামান উপরোক্ত কথা গুলো বলেন।

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, দিন শেষে আমরা সবাই সরকারী কর্মচারী। তাই সবার উচিত নিজের উপর অর্পিত দায়িত্বটুকু ঠিক ভাবে পালন করা। এটা অব্যাহত থাকলে সমাজের অনেক পরিবর্তন আনা সহজ হবে।

উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ এর সঞ্চালনায় উক্ত সভায় কলেজের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহকারে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জিবি’র সভায় বক্তব্য রাখেন, জিবি’র বিদ্যোৎসাহী প্রতিনিধি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, বিদ্যোৎসাহী প্রতিনিধি ও রাজপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, অভিভাবক প্রতিনিধিদের মধ্যে রুহুল আমিন সাবেক মেম্বার, ফরিদুল আলম সাবেক মেম্বার, বখতিয়ার আহমদ, শিক্ষক প্রতিনিধি সহ: অধ্যাপক মোহাম্মদ আলী, সহ: অধ্যাপক শাহ আলম, প্রদর্শক জেসরাত পারভীন।

উপস্থিত ছিলেন, সাবেক জিবি’র সদস্য এনআই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যাপক ছৈয়দ আকবর, অধ্যাপক তহিদুল আলম, প্রভাষক আমানত উল্লাহ, প্রভাষক আমানত উল্লাহ সাকিব, প্রভাষক নুরুল মাসুদ ভুইয়া, প্রদর্শক প্লাবন বড়ুয়া, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক প্রমুখ।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...