প্রকাশিত: ৩০/০৮/২০২০ ৫:৫১ অপরাহ্ণ , আপডেট: ৩০/০৮/২০২০ ৫:৫২ অপরাহ্ণ
স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে কারাগারে লিয়াকত

নিজস্ব প্রতিবেদক ॥
১৬৪ ধারায় জবানবন্দি শেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ১নং আসামী বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত আলীকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার করা হয়।

রোববার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ্-এর খাস কামরায় এই জবানবন্দি দেন আসামী লিয়াকত আলী।  জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মেজর (অব:) সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান-সিনহা হত্যা মামলায় দোষ স্বীকার করে জবানবন্দী দিতেই ইন্সপেক্টর লিয়াকত আলীকে আদালতে আনা হয়েছিল।

র‌্যাব জানায়, গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বরখাস্তকৃত এপিবিএনের ৩ সদস্য।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...