প্রকাশিত: ২৪/০৮/২০২০ ১১:২৮ অপরাহ্ণ
কতিপয় স্বার্থান্বেষী এনজিও'র কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না : অধ্যক্ষ হামিদ

শফিক আজাদ:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১১লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে মানবিকতা দেখিয়েছে বিশ্বের কোন রাষ্ট্র প্রধানের পক্ষে তা সম্ভব নয়। আগামী কাল ২৫ আগস্ট রোহিঙ্গা অনুপ্রবেশের ৩ বছর পূর্ণ হতে চলেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন।

উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা চেয়ারম্যান আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কতিপয় স্বার্থান্বেষী এনজিও,আইএনজি রোহিঙ্গা প্রত্যাবাসনে বিরোধীতা করার কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। রোহিঙ্গারা যেন দ্রুত মিয়ানমারে ফেরত যেতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে বিশেষ করে লোকাল এনজিওকে গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান। পাশাপাশি টেকসই উন্নয়নের এনজিওর সহযোগিতা কামনা করেন তিনি।

শুরুতে পালস্ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী স্বাগত বক্তব্যে উখিয়ার জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং এবং পালংখালীতে স্থানীয়দের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সার্বিক সহযোগিতায় দীর্ঘ মেয়াদী বিশেষ মানবিক প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।

পরবর্তীতে সেবা সংস্থা হেলপ কক্সবাজার, জাগো নারী, পালস্ এবং শেড নিজ নিজ কর্ম এলাকার মেয়াদ ভিত্তিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব্র্যাক প্রতিনিধি মাজহারুল ইসলাম, আবদুল মতিন, জাগো নারীর নির্বাহী পরিচালক শিউলি শর্মা, মাস্টার মেধু কুমার বড়ুয়া বিষয় ভিত্তিক বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।

এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যেমন কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...