প্রকাশিত: ২২/০৮/২০২০ ৭:০৬ অপরাহ্ণ , আপডেট: ২২/০৮/২০২০ ৮:০৩ অপরাহ্ণ
উখিয়ায় সংস্কারবিহীন হাজিরপাড়া-দু'ছড়ি সড়কের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া-দু’ছড়ি গ্রামীণ ৫ কিলোমিটারের সংযোগ সড়কটি এক যুগের বেশি ধরে সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ প্রতিনিয়ত শত শত ভারী যানবাহন চলাচল করার কারণে ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। এতে স্থানীয় পথচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

২২ আগস্ট (শনিবার) সরেজমিন গিয়ে দেখা গেছে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া, হরিণমারা, খয়রাতি, মালিয়ারকূল ও বৃহত্তর দুছড়ি এলাকার ১৫ হাজার মানুষের গুরুত্বপূর্ণ গ্রামীণ সংযোগ সড়কটি এক যুগের বেশি সময় ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে টানা ৫ দিনের ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে সড়কের অনেকাংশে ব্যাপক ক্ষতি হয়েছে।

রমজান আলী নামে একজন বলেন, উক্ত সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য কাঠ বোঝাই ও অবৈধ বালি ভর্তি ডাম্পার চলাচল করায় ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে এ গ্রামীণ সড়কটি।

দু’ছড়ি পাহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর রহমান বলেন, উখিয়া সদর স্টেশন থেকে দুছড়ি এলাকার দুরত্ব প্রায় ৫ কিলোমিটার। সাধারণত শুষ্ক মৌসুমে এ যাতায়াত পথ দিয়ে গাড়িযোগে স্কুলে পৌঁছতে সময় লাগতো ১৫-২০ মিনিট। বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হওয়ায় সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানান।

দুছড়ি এলাকার নুর মোহাম্মদ বলেন, গত ১০ বছর পূর্বে সড়কটি সংস্কার জন্য বক্স করা হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার উধাও হয়ে যায়। বর্তমানে সেই বক্স গুলো অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পুকুরে পরিনত হয়েছে।

ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে সড়কটির এ করুন অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সড়কটির কার্পেটিং এর টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি। এ সময় উক্ত সড়কে অবৈধ ভারী যান চলাচলের ব্যাপারে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানান।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, হাজির পাড়া থেকে দুছড়ি পর্যন্ত সড়কটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে কার্পেটং এর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হলে আশাকরি অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান জানান, রাজাপালং ইউনিয়নের দুছড়ি এলাকায় একটি বালি মহাল ইজারা দেওয়া হয়েছে। এই বালি মহাল ব্যতিত অন্যকোন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে সড়কের ক্ষতি করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...