প্রকাশিত: ১৯/০৮/২০২০ ২:৩৬ অপরাহ্ণ , আপডেট: ১৯/০৮/২০২০ ২:৩৯ অপরাহ্ণ
ঈদগাঁওতে ৯৫০০ পিস ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁওতে ২ ইয়াবা কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৯ আগস্ট রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাও বাজার ডিসি রোডস্থ ছগির ম্যানসনের ৩য় তলায় মোহাম্মদ আবুল কালামের ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৯৫০০ পিস ইয়াবাসহ ঘটনাস্থল থেকে দরগাপাড়া এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ আবুল কালাম (৪২) ও তার সহযোগী মাহমুদুল করিম (২৪)কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মোঃ আবুল কালাম ও মাহমুদুল করিম উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযানে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...