প্রকাশিত: ১৮/০৮/২০২০ ১:২৬ অপরাহ্ণ , আপডেট: ১৮/০৮/২০২০ ১:৩২ অপরাহ্ণ
মেজর (অব:) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নিল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক ॥
নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে কক্সবাজারের টেকনাফে মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ৩ জনকে রিমান্ডে নিল র‌্যাব।

রিমান্ডে নেয়া অপরাপর আসামীরা হলো-টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্তকৃত ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী ও উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে র‌্যাবের কয়েকটি গাড়ির বহরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা ৩ আসামীকে র‌্যাব হেফাজতে নিয়ে যায় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোঃ মোকাম্মেল হোসেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। সিনহা তার পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দিয়েছিলেন বলে দাবি করে পুলিশ।

ঘটনার পাঁচদিন পর সিনহার বোন মামলায় তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...