সংবাদ বিজ্ঞপ্তি ॥
উখিয়া সীমান্তের ইয়াবাকারবারিরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে-সংবাদ সম্মেলনে ইমাম হোছন।
১৭ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় উখিয়া অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তুলাতলী গ্রামের মৃত ছব্বির আহমদের ছেলে ইমাম হোছন এ দাবী করেন।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিহ্নিত ইয়াবা কারবারিরা আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। গত ১৫ আগস্ট সকালে বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী এলাকা থেকে ৯৬০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ওই সময় আমি তাদের সাথে ছিলাম না। ইয়াবাসহ বিজিবি’র হাতে টমটম চালক শহীদুল্লাহ’র আটকের বিষয়ে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই। কিন্তু দুঃখের বিষয় গতকাল রবিবার শহীদুল্লাহ’র স্ত্রী এবং তুলাতলী এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি ও মাদক মামলার আসামী আব্দুল করিম, জামাল উদ্দিন, ছৈয়দ কাশেম আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে।
তিনি সংবাদ সম্মেলন করে বলেন, প্রশাসন ও সংবাদকর্মী ভাইদের ঘটনাস্থল পরিদর্শন করে আসল বিষয় জনগণের কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।
এ ঘটনা কিংবা মাদকের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে যে কোন শাস্তি মেনে নিতে বাধ্য থাকব।
পাঠকের মতামত