প্রকাশিত: ১৪/০৮/২০২০ ১২:২২ অপরাহ্ণ , আপডেট: ১৪/০৮/২০২০ ১২:৩১ অপরাহ্ণ
মেজর (অব:) সিনহা হত্যা, ৭ আসামীকে রিমান্ডে নিয়েছে র‌্যাব

সিএসবি২৪ রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় ৭ আসামীকে রিমান্ডে নিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে র‌্যাব সদস্যারা বেশ কয়েকটি মাইক্রোবাস ও মোটর সাইকেল বহর নিয়ে জেলা কারাগারে তাকা পুলিশের বহিস্কৃত ৪ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে নিয়ে যায় র্যাব।

সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোঃ মোকাম্মেল হোসেন।

তারা হলো বরখাস্তকৃত পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনষ্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের দায়েরকৃত মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছ।

এর আগে বুধবার (১২ আগষ্ট) এই সাত আসামিকে নেয়া হয়েছিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সিনহা হত্যা মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে। কিন্তু আদালতের বিচারক তামান্না ফারাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...