
ঢাকা: আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে ৩৮তম বিসিএসের আবেদন। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
এই বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।
মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ইশরাত শারমীন ঈশিতা বলেন, “এবারের বিসিএসের মাধ্যমে দুই হাজার ২৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হবে।”
এবার প্রশাসনে ৩০০, আনসারে ৩১,নিরীক্ষা ও হিসাবে ১১, অর্থনৈতিক ছয়, পররাষ্ট্র ১৭ ও পুলিশে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।
পিএসসির পিআরও জানান, এ বছর ইংরেজি ও বাংলা-উভয় মাধ্যমে পরীক্ষা দেয়া যাবে।
অনলাইনে আবেদন করার সময় বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনকারীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে।
এই বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।
তা ছাড়া এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেয়া হবে।
পাঠকের মতামত