প্রকাশিত: ২৭/০৯/২০১৩ ১১:১৬ পূর্বাহ্ণ

image_47063_0সিএসবি ডেস্ক, ২৭ সেপ্টেম্বর ॥
কমেন্ট’র পর এবার ‘স্ট্যাটাস’ সংশোধন ও পরিমার্জন করার সুবিধা যোগ করলো অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। তাই এখন থেকে ভুল বানানে পোস্ট করা কিংবা লেখার পর আরও একটু ভালো করে লেখা যেতো এমন আফসোস আর করতে হবে না ফেসবুক ব্যবহারকারীদের। হায় হুতাশ করতে হবে না অপছন্দের স্ট্যাটাস ডিলিট করে আবার নতুন করে স্ট্যাটাস দেয়ার জন্য।

এতোদিন কমেন্ট এডিট করার সুবিধা থাকলেও স্ট্যাটাস এডিট করতে পারতেন না ফেসবুক ব্যবহারকারীর। বৃহস্পতিবার থেকে ফেসবুক এই স্ট্যাটাস এডিট করার সুবিধাও যুক্ত করেছে।

এরই মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসেও এই পরিবর্তন নিয়ে এসে তা আপডেট করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত আইওএস’র জন্য কোনো আপডেট রিলিজ করেনি।

দুই একদিনের মধ্যেই এই আপডেট চলে আসবে বলে আশ্বাস পাওয়া গেছে।

এদিকে ফেসবুক’র এই স্ট্যাটাস ‘পরিমার্জন’ সুবিধা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের মতে, কেউ যদি খুব ভালো একটা স্ট্যাটাস আপডেট করে প্রচুর লাইক পান এর পরে যদি এর মধ্যে কোনো বিতর্কিত কথা লিখে তা এডিট করেন তাহলে তা যথেষ্ট বিরক্তি ও বিতর্কের সৃষ্টি করতে পারে।

অবশ্য সমালোচকদের এই পরামর্শ মাথায় নিয়ে ইতিমধ্যেই কমেন্ট’র মতোই স্ট্যাটাসের এডিটের ক্ষেত্রেও স্ট্যাটাস এডিট লগ দেখার সুবিধা বহাল রেখেছ ফেসবুক কর্তৃপক্ষ।

স্ট্যাটাস এডিট করতে ফেসবুক ব্যবহারকারীকে প্রথমে স্ট্যাটাসের ডান দিকের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। সেখানে ‘অ্যাড লোকেশন’ এর নিচে ‘এডিট’ অপসন আছে এখানে ক্লিক করে স্ট্যাটাস এডিট করা যাবে। ডান এডিটিং অপশনে ক্লিক করে স্ট্যাটাস পরিমার্জন করা যাবে।

স্ট্যাটাস এডিট করার পর এর পাশে ‘এডিটেড স্ট্যাটাস’ লেখা দেখাবে। এই লিংক করা ট্যাগ ওয়ার্ডটিতে ক্লক করলে ‘স্ট্যাটাস এডিট লগ’ দেখা যাবে। তাই কোনো স্ট্যাটাস এ লাইক দেয়ার পর তা যদি এডিট করা হয় তাহলে এই লগটি থেকে আগের স্ট্যাটাস সম্পর্কে জানা যাবে।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • রামদা'য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

    রামদা’য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

    চট্টগ্রাম প্রতিনিধিঃ সময়টা ২০১৫ সালের ২ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তখন মুখরিত ছিলো ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ...