আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
হ্যাক করা হল জনপ্রিয় মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের টুইটার অ্যাকাউন্ট।
সোশাল মিডিয়ার এই যুগে তারকাদের সোশাল সাইট হ্যাক হওয়া কোনও নতুন ঘটনা নয়। তবে কিমের টুইটার কে হ্যাক করেছে জানেন? কিমের দু’বছরের মেয়ে নর্থ ওয়েস্ট। মায়ের ফোন থেকেই সে করে ফেলেছে তার প্রথম টুইট। কিন্তু কিমের ফলোয়াররা তো তা জানতেন না। নর্থের করা টুইট কিমের ভেবেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গেছে।
অথচ প্রথমে কিম বিষয়টা জানতেনই না। তার নজরে আসে প্রায় তিন ঘণ্টা পরে। তখন কিম রি-টুইট করে জানান, ‘এখনই বুঝতে পারলাম। নর্থ টুইট করেছে।’ তবে তাতে কি? মায়ের মতোই মেয়েও সমান জনপ্রিয়। সে কারণেই মাত্র দু’বছরেই তার প্রথম টুইট এত হিট হয়েছে!
পাঠকের মতামত