অনলাইন ডেস্ক:
পৌরসভার নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ।আগামীকাল সোমবার থেকে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা।
এদিকে, আগামীকাল থেকে আচরণবিধি তদারকিতে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নামছেন। সেই সঙ্গে ভোটের আগে-পরে চার দিন আরও প্রায় এক হাজার নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে অনেক এলাকায় আচরণবিধি লংঘনের অভিযোগ এসেছে। এ বিষয়ে সতর্ক করে নির্বাচনে অংশ নেয়ার ২০টি দলকে চিঠিও দিয়েছে ইসি। পথসভা ও ঘরোয়া সভার বাইরে জনসভা, শোভাযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৪ ডিসেম্বর থেকে কঠোর অবস্থান থাকবে তাদের। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে তাদের ওপরে চাপ দেয়া হচ্ছে। নির্বিঘ্নে প্রচার চালাতেও তাদেরকে বাধা দেয়া হচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, এধরনের অভিযোগ কমিশনের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখা হচ্ছে। ২/১টি স্থানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং দ্রুত সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে।মাঠে থাকবেন ১২০৪ জন ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, প্রতি পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে নামছে। ইতিমধ্যেই তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নিউজ এডিটর/আরবি
পাঠকের মতামত