প্রকাশিত: ১২/১২/২০১৫ ১:৩২ অপরাহ্ণ
অবশেষে জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত
অনলাইন ডেস্ক
টানা দুই সপ্তাহ বৈঠক শেষে প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো চূড়ান্ত খসড়া চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউসের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আজ শনিবার গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ১০টার দিকে প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে এই খসড়া চূড়ান্ত হয়।

প্যারিসে সম্মেলন শেষ হওয়ার আগে এই চুক্তির খসড়া তৈরিতে রাতভর কাজ করেন সেখানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
উন্নয়নশীল দেশগুলোর দাবি, চুক্তিতে যেসব প্রস্তাব করা হচ্ছে তাতে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়ভার এড়িয়ে যেতে সক্ষম হবে।
কিন্তু তার ফল ভুগতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেই। এর বাইরে জলবায়ু সম্মেলন থেকে জীবাশ্ম জ্বালানি বন্ধের ব্যাপারেও একটি পরিষ্কার সংকেত পেতে চায় কয়েকটি দেশ।
তাদের দাবি, খসড়া চুক্তিতে যদি বিষয়টি না থাকে, তাহলে শেষ বিচারে এটি ব্যর্থ হবে। তবে এখন পর্যন্ত চুক্তির খসড়ার বিস্তারিত বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি।

ওই কর্মকর্তা বলেন, ‘ উত্থাপনের জন্য বিষয়বস্তু আমাদের হাতে এসেছে।’ জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় এখন এই খসড়া অনুবাদ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...