অনলাইন ডেস্ক
আগামী ৭২ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টি হতে পারে।আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধাণত: শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পাঠকের মতামত