প্রকাশিত: ১০/১২/২০১৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম:

চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমিতে বিএমএ ৭৩তম দীর্ঘ মেয়াদী এবং ৪৪তম স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি যোগ দিতে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে চট্টগ্রাম পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী এই দুই ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন এবং সেরা ক্যাডেটদের পুরষ্কৃত করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

আইএসপিআর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী ক্যাডেটদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই সময় মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ উপস্থিত থাকবেন।

 

আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে বিএমএতে এসে পৌঁছাবেন। বিএমএ’র অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...