প্রকাশিত: ১০/১২/২০১৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
 আজ বিজয় মঞ্চের স্মৃতিচারণ  মধ্য দিয়ে  শুরু মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
বিজয় শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে মূল  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

 মঙ্গলবার এ  উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন বলেন, বিজয় মেলা উপলক্ষে ছাত্র, যুবক, শিশু, কিশোর, নারী, মুক্তিযোদ্ধা, শ্রমিকদের সমন্বয়ে গঠন করা হয়েছে সাতটি স্কোয়াড।  জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। চট্টগ্রামকে সবুজ নগরী বানাতে বিজয় মেলায় নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হবে দেড় লাখ গাছের চারা। পথশিশুদের দেয়া হবে অক্ষরজ্ঞান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...