আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
কন্যা সন্তানের মা হলেন বলিউডের অভিনেত্রী রানি মুখার্জি। আজ বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন আদিরা। টুইটারে চোপড়া পরিবারের পক্ষ থেকে প্রথম খবরটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ‘ইটস আ গার্ল।’
মেয়ে হওয়ার পর রানি বলেন, আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ ভগবান তার সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আদিরা। আমার সব বন্ধুদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
করণ জোহর টুইট করেছেন, একটা ফুটফুটে মেয়ের কাকা হলাম আজ। রানি-আদিত্যর মেয়ে হয়েছে।
ঋষি কাপূর টুইট করেছেন, অভিনন্দন। রানি-আদিত্য এখন একটা ছোট্ট মেয়ের গর্বিত বাবা-মা। সূত্র : আনন্দবাজার
পাঠকের মতামত