প্রকাশিত: ০৯/১২/২০১৫ ১:০২ অপরাহ্ণ , আপডেট: ০৯/১২/২০১৫ ৯:০১ অপরাহ্ণ

Azad ukhiya,cox
শফিক আজাদ::
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দেশের দুর্বল জনগোষ্ঠীর পক্ষে অন্যায়, অবিচার,নির্যাতন,নিপীড়ন,জুলুম,দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এছাড়া ও নারী নির্যাতন, শিশুশ্রম ও শ্রমিকের ন্যায্য প্রাপ্তি, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ এবং আত্মনির্ভরশীল প্রকল্প বাস্তবায়ন, নির্বাচন পর্যবেক্ষণ ও দুর্যোগকালীন কর্মসূচী পালনেও ভূমিকা রয়েছে এ সংগঠনের। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সার্কভূক্ত দেশ গুলোর প্রতিনিধিদের অংশগ্রহনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দেশের দুর্যোগকালীন সময়ে সমাজের গরিব অসহায় মানুষের সাহায্যে বিত্তশালীদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে থাকে। এর বাইরে স্বউদ্যোগে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প, মা ও শিশু স্বাস্থ্য সেবামূলক কেন্দ্র প্রতিষ্ঠা, প্রতিবন্ধিদের উন্নয়নের কাজ করা, বেকারতœ দুরীকরণে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষা কেন্দ্র ও উপাসনালয় প্রতিষ্ঠায় সহায়তা করে আসছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সারা দেশের ন্যায় উখিয়ায় ও এই সংগঠন অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করবে এই প্রত্যাশা করছি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উখিয়া শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক এক  সভা গতকাল মঙ্গলবার বিকেলে  ইনানী লাভালা রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে উপরোক্ত কথা গুলো বলেন আগত কক্সবাজার জেলা শাখার মানবাধিকার কর্মীরা। উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার জেলা শাখার আহবায়ক, ঈদগাহ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার পৌর শাখার সভাপতি, কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ রমজান আলী, জেলা শাখার সদস্য এড. আবু হেনা মোস্তফা কামাল, মোঃ হোছাইন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট্য সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব কবি আদিল উদ্দিন চৌধুরীকে সভাপতি, উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আবু তাহেরকে সি.সহ-সভাপতি , উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়–য়াকে সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের এম.ফিল গবেষক সোহাগ চৌধুরীকে সহ-সভাপতি, উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগমকে সহ-সভাপতি, সোনারপাড়া মাদ্রাসা শিক্ষক মাওলানা রহমত উল্লাহকে সহ-সভাপতি, সাংবাদিক কমরুদ্দিন মুকুলকে সহ-সভাপতি, উখিয়া উচ্চ বিদ্যালয়ের সি. শিক্ষক মাষ্টার জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক, সমাজসেবক ও সাংবাদিক সুলতান মাহামুদকে সহ-সাধারণ সম্পাদক, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক-সাংবাদিক শফিউল ইসলাম আজাদকে সহ-সাধারণ সম্পাদক, ফার্মাসিস্ট মোহাম্মদ শহীদ উল্লাহকে সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আবছার উদ্দিনকে অর্থ সম্পাদক, মোহাম্মদ আলীকে সহ-অর্থ সম্পাদক, শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক, মিজানুল হক চৌধুরীকে সহ-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক সুজন কান্তি পালকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক এম গফুর উদ্দিনকে সমাজ সেবা বিষয়ক সম্পাদক, আমজাদ হোসেনকে আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, আবুল ফজল বাবুলকে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মোঃ আদনানুল হক চৌধুরীকে আইন বিষয়ক সম্পাদক, শাহনেওয়াজ সিরাজী আপেলকে সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক, আজিম উদ্দিন মাহামুদকে প্রচার সম্পাদক, জাহাঙ্গীর আলমকে প্রকাশনা সম্পাদক, নুর মোহাম্মদকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মাহাবুব উদ্দিনকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আজিজুল ইসলামকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হাজী ছৈয়দ আলমকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...