প্রকাশিত: ০৯/১২/২০১৫ ১২:৩৭ অপরাহ্ণ
ইমাম খাইর,
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী জাহেদুল আলম সিফাত ও শহীদুল আলম আরাফাতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে তাদের লাশ উদ্ধার হয়।
এরা দুইজনই সহোদর। তারা শহরের পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলমের ছেলে।
তাদের প্রত্যেকের নামে ডজনের অধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের পরিবারের দাবী, মঙ্গলবার মধ্যরাতে বাড়ী থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ।
পুলিশের গুলিতে তারা মারা গেছে।
আর পুলিশ বলছে, জনতার খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভুইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছি। তবে কারণ জানা যায়নি।
পাঠকের মতামত