প্রকাশিত: ০৮/১২/২০১৫ ১:১৯ অপরাহ্ণ
রোনাদিনহোকে যাদুকর মেসির বিশেষ উপহার
অনলাইন ডেস্ক

বর্তমান সময়ের সেরা তারকা লিওনেল মেসি।শুধু ফুটবলার হিসেবেই নয় মানুষ হিসেবেও যে মেসি অনেক বড় তা আবারও প্রমাণ করলেন।

বার্সার যুবদল থেকে ২০০৪ সালে মূল দলে জায়গা করে নেন মেসি। তবে বিশ্বমানের সব খেলোয়াড়ের পাশে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে।
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড রোনালদিনহোকে নিজের সই করা একটা জার্সি উপহার দিয়েছেন বর্তমান ফরোয়ার্ড লিওনেল মেসি।

যাতে লিখেছেন—‘বন্ধু রোনির জন্য, হৃদয়ের সবটুকু ভালোবাসা রইল। অনেক শুভকামনা।’

গত নভেম্বরে বার্নাব্যুতে হওয়া যাওয়া এল ক্লাসিকো ছিল ‘রোনির বার্নাব্যু জয়ে’র দশক পূর্তি। ২০০৫ সালে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হাসিমুখে নাচিয়ে ছাড়ার পরও রিয়াল সমর্থকেরাই ম্যাচ শেষে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল রোনালদিনহোকে। সেই এল ক্লাসিকোর দশ বছর পূর্তি উপলক্ষে ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ডের সাক্ষাৎকার নিতে বার্সেলোনা টিভির একটা দল কিছুদিন আগে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের মায়ামিতে। বর্তমান ক্লাবহীন সময় কাটানো রোনি সেখানেই ছিলেন। সুযোগ বুঝে ওই দলের হাতেই নিজের অটোগ্রাফ দেওয়া জার্সিটা তুলে দেন মেসি।

বন্ধুর কাছ থেকে পুরস্কার পেয়ে খুশি রোনালদিনহোও।

উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক বার্সা ‘নাম্বার টেন’ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বন্ধু, সতীর্থ ও অসাধারণ খেলোয়াড় মেসির কাছ থেকে একটা সই করা জার্সি পেয়েছি। আলিঙ্গন তোমাকে, ভাই!

মেসি জার্সি সই করছেন— এমন একটা ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও দিয়েছেন রোনালদিনহো।

টুইটারেও মেসির কাছ থেকে জার্সি পাওয়ার বিষয়টি জানিয়েছেন সবাইকে।

সেখানে লিখেছেন, দেখো, আমার বন্ধু লিওনেল মেসি ওর দেওয়া শার্টে কী লিখেছে! আমার ফেসবুকেও ওর জার্সি সই করা ছবিটা দেওয়া আছে। অসাধারণ!’

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...