প্রকাশিত: ০৭/১২/২০১৫ ১:১৭ অপরাহ্ণ
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, আহত ৭

csb24.com:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরি এলাকায় পুলিশের সঙ্গে ‘বুন্দকযুদ্ধে’ ১ ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্যসহ মোট ৭ জন আহত হয়েছে।  এ ঘটনায় পুলিশসহ ৬জন আহত হয়েছে।
নিহত ডাকাতের নাম জানা যায়নি। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার রাত সোয়া ১টার দিকে বাঁশখালীর পূর্ব গুনাগরি ইউনিয়নে বেলাল মাস্টারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত একটার দিকে ডাকাতরা হানা দেয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গুনাগরি ডিগ্রি কলেজের পাশে বাবুল মেম্বারের বাড়িতে রাত ১টার দিকে ডাকাতরা হানা দেয়। খবর পেয়ে পুলিশ সোয়া ১টার দিকে অপারেশন শুরু করে। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হন। এসময় ডাকাতদের ছররা গুলিতে দুজন পুলিশসহ মোট ৭ জন আহত হন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...