প্রকাশিত: ০৫/১২/২০১৫ ২:৪২ অপরাহ্ণ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমকামী!

অনলাইন ডেস্ক
মরোক্কান কিকবক্সারের সঙ্গে সমকামী সম্পর্ক রয়েছে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। স্প্যানিস সংবাদমাধ্যমের এই দাবিকে ঘিরেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খেলার দুনিয়ায়। এবার একেবারে সরাসরি মুখ খুললেন ফরাসি সাংবাদিক এসেল ডেনিস। বললেন, ”ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্যই গে! আমায় সময় দিন, প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি!” ঠিক কী তথ্যের ভিত্তিতে এমন বিস্ফোরক মন্তব্য করছেন ডেনিস? আর এর জেরেই প্রশ্ন উঠছে, সুন্দরীদের হার্টথ্রব রোনাল্ডো কি তাহলে সমকামী ?

সংবাদমাধ্যমগুলির তরফে দাবিতে জানানো হয়েছে, ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার মরোক্কান কিকবক্সার বাদির হারির সঙ্গে সম্পর্ক রয়েছে রোনালদোর। আরও দাবি, মরোক্কোতে ট্রেনিং নিতে যাওয়া রোনালদোকে মাঝে মধ্যেই বাদিরের সঙ্গে দেখা যায়। দুজনের একসঙ্গে ছবিও ইনস্টাগ্রামে ভাইরাল। যদিও এই খবর নিয়ে এখনও দুই তারকা খেলোয়াড়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে বহু মডেলদের সঙ্গে সম্পর্কে জড়ানো রোনালদোর নাম এই প্রথম কোনও সমকামী সম্পর্কে জড়াল। রুশ সুপার মডেল ইরিনা সায়েকের সঙ্গে রোনালদোর সম্পর্ক একসময় মিডিয়ার মুখরোচক খবরের শিরোনামে ছিল। যদিও পরবর্তীকালে রোনালদোর মহিলা প্রীতির কথা প্রকাশ্যে জানিয়েই সম্পর্ক ভেঙে দেন ইরিনা।

এর আগে ২০১০ সালে পর্তুগালে সমকামী সম্পর্ককে বৈধতার দাবিকে সমর্থন জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫০০ গোলের অধিকারী রোনালদো বহুবার “গে আইকন”র খেতাব পেয়েছেন।
হরিকে নিয়ে বিতর্কও নতুন নয়। মারপিট করার অভিযোগে একাধিক বার গ্রেফতার হয়েছেন। তিন বছর আগে হরিকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল কিংবদন্তি রুদ খুলিটের সঙ্গে তার নাম জড়ানোয়। বলা হচ্ছিল, হরির জন্যই নাকি খুলিটকে ছেড়ে চলে যান তার স্ত্রী।

দাবি উঠেছিল খুলিটের ছত্রিশ বছরের স্ত্রী এস্টেলি নাকি হরির প্রেমে পড়েছেন। এস্টেলি আবার খুলিটের থেকে বয়সে একুশ বছরের ছোট।

পরে একটি ডাচ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এস্টেলি বলেছিলেন, ‘রুদের একটা কথা জানা উচিত। বদর আমাকে রুদের থেকে চুরি করেনি। রুদ নিজেই আমাকে সরিয়ে দিয়েছে।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...