প্রকাশিত: ০৫/১২/২০১৫ ১:৫৫ অপরাহ্ণ
কান্তজিউ মন্দিরে হামলার ঘটনায় আটক ৬

অনলাইন ডেস্ক
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয় জনকে আটক করেছে।

শুক্রবার গভীর রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

কাহারোল থানার ওসি আব্দুল মজিদ জানান, রাসমেলায় বিস্ফোরণের ঘটনায় মেলা থেকে গভীর রাতে তিনজন ও শনিবার ভোরে দুইজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ঘটনায় কেউ এখনও মামলা করেনি জানিয়ে ওসি বলেন, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার রাত একটার দিকে রাসমেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে পরপর ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এসব ককটেলের বিস্ফোরণ। তবে বিস্ফোরণের শব্দগুলো বেশ তীব্র ছিল জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এগুলো বোমা ছিল।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর থেকে ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে হামলার পর মেলা বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে রাসমেলার ভিতরে ভোলানাথ নামে একটি যাত্রা প্যান্ডেলে যাত্রা দেখছিলেন বেশ কিছু লোকজন। রাত একটার দিকে যাত্রাপালায় পর পর ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, এগুলো ককটেলজাতীয় বোমা হতে পারে। এ ঘটনায় জড়িতদের আটক করতে রাত থেকেই পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে দিনাজপুর সদর ও কাহারোল থানা পুলিশ একযোগে কাজ করছে বলেও জানয়েছেন পুলিশ সুপার।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...