প্রকাশিত: ০১/১২/২০১৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
সুপার ওভারে নাটকীয় হার পাকিস্তানের

অনলাইন ডেস্ক
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেটের পরতে পরতে ছড়িয়ে থাকে নাটকীয়তা। সেটা আরো একবার প্রমাণিত হল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে নাটকীয়ভাবে টাই করে ম্যাচকে সুপার ওভারে নিয়ে যায় তারা। আর শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে হেরে হোয়াইটওয়াশ হয়ে ব্যর্থতার ষোলকলা পুর্ণ করল শহিদ আফ্রিদির দল।

তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের করা ১৫৪ রানের জবাবে পাকিস্তানও তোলে ১৫৪ রান। ফলে ম্যাচ টাই হয়। এরপর টাইব্রেকার নামক সুপার ওভারে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয় শহীদ আফ্রিদির দল।

প্রথমে ব্যাট করে পাকিস্তান। শহিদ আফ্রিদি আর উমর আকমল দুজনে মিলে ৬ বলে করেন মাত্র ৩ রান! জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাড়ায় ৪। আফ্রিদির করা প্রথম ৫ বলেই ৪ রান তুলে ফেলে দুই ইংলিশ ব্যাটসম্যান। এর ফলে সুপার ওভারের ১ বল আগেই জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। সেইসঙ্গে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।
পাকিস্তান সিরিজ হারলেও ৫৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শোয়েব মালিক। আর সিরিজসেরা হয়েছেন ইংল্যান্ডের জেমস ভিনচি।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...