আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
অনলাইন ডেস্ক
টুইটে হৃতিক লিখেছেন, এই ব্যাপারটা থেকে আমি একটা জিনিস শিখলাম। সব রকমের বিরোধিতার মধ্যেও কী ভাবে ধৈর্য্য ধরে থাকতে হয়। যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও মন্তব্য না করে কী ভাবে নিজের বক্তব্যে অটল থাকতে হয়, সেটা শিখলাম। ওয়েল ডান, আমির!
দেশে উত্তরোত্তর বেড়ে চলা অসহিষ্ণুতায় উদ্বিগ্ন আমিরের মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে কখনও বাঁধা হচ্ছে আমির খানকে। কখনও কাটাছেঁড়া করা হচ্ছে তাঁর মন্তব্য। কেউ তাঁকে সরাসরি দেশদ্রোহী বলছেন, কেউ বা চাইছেনই না নায়ক এ দেশে থাকুন! তুমুল সেই বিতর্কের মধ্যেই আমির অনুরোধ করেছেন, তাঁকে যেন ভুল বোঝা না হয়!সম্ভবত এই আমিরি মাত্রাজ্ঞান, এই সৌজন্যই শিখেছেন হৃতিক রোশন!
পাঠকের মতামত